এশিয়া কাপ ২০২৩: আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে আপনার যা জানা দরকার সকল কিছুই আজকের পর্বে দেওয়া হলো।
এশিয়া কাপের নতুন আসরের খেলা আরম্ভ হবে ৩০ আগস্ট তারিখে পাকিস্থান এবং নেপালের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কতৃক এবারও অনেকটা ধুমধাম করেই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। যেখানে অংশ নিতে চলেছে বিভিন্ন ক্রিকেট জয়েন্টরা।
একইসাথে অনেক খেলোয়াড়ের জন্য এই এশিয়া কাপ হতে পারে শেষ এশিয়া কাপ।
প্রতিটি দলেই এমন অনেক খেলোয়াড় আছে। ফলে প্রতিটি দল চাইবে এশিয়া কাপের একটি শিরোপা তাদের ঘরে তুলতে।
এশিয়া কাপের ইতিহাস
এশিয়ান ক্রিকেট কাউন্সিল কতৃক প্রতি দুই বছর অন্তর শুরু হয়ে থাকে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
যেখানে এশিয়ার দলগুলো অংশ নিয়ে থাকে। ১৯৮৩ সালে প্রথমবারের মতো উদ্বোধন হয়েছিল এই এশিয়া কাপ টুর্নামেন্ট। ১৯৮৪ সালে এশিয়া কাপের প্রথম মৌসুমের খেলা হয়েছিল, যেখানে প্রথম দল হিসেবে শিরোপা জয় করেছিল ভারত।
বিগত ১৫টি এশিয়া কাপের আসরে ভারত কাপ জিতেছে ৭ বার, শ্রীলঙ্কা জিতেছে ৬ বার এবং পাকিস্থান এশিয়া কাপ শিরোপা জিতেছে ২ বার।
এশিয়া কাপ ২০২৩: ফরম্যাট এবং দল
এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টে অংশ নিতে চলেছে মোট ৬ দল। যেখানে আছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্থান, আফগানিস্থান, নেপাল। প্রথমবারের ন্যায় এসিসি কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে সুযোগ পেয়েছে নেপাল দল।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ফরমেটে। অর্থাৎ ওডিআই ফরমেটে ৫০ ওভারে অনুষ্ঠিত হবে পুরো এশিয়া কাপ টুর্নামেন্ট। ইতিমধ্যেই এশিয়া কাপে অংশ নিয়ে চাওয়া দলগুলো তাদের মূল স্কোয়াড প্রকাশ করেছে।
তবে শ্রীলঙ্কা এবং আফগানিস্থান এখনও পর্যন্ত তাদের এশিয়া কাপের স্কোয়াড প্রকাশ করেনি।
তাদের সম্ভাব্য এশিয়া কাপ স্কোয়াড কেমন হতে করে সেটিও দেওয়া হয়েছে।
নিচে এশিয়া কাপে অংশ নিতে যাওয়া প্রতিটি দলের ঘোষিত স্কোয়াড প্রকাশ করা হলো ।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাজ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ কৃষ্ণা, সঞ্জু স্যামসন (অতিরিক্ত)।
পাকিস্থানের এশিয়া কাপ স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, তৈয়ব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম , আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম।
নেপালের এশিয়া কাপ স্কোয়াড
রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ, ভীম শারকি, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছনে, ললিত রাজবংশী, প্রতিশ জিসি, মৌসম ধাকাল, সুদীপ জোরা, কিশোর মাহাতো, অর্জুন সৌদ।
আফগানিস্থানের এশিয়া কাপ স্কোয়াড (সম্ভাব্য)
হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নবীন উল হক, নূর আহমদ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, আফসার জাজাই, নিজাত মাসউদ, শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ।
শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড (সম্ভাব্য)
দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াভিক্রমানা, মাদরাসানা, ডি সিলভা, নুওয়ানিদু ফার্নান্দো, দুশমান্থা চামেরা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা।
এশিয়া কাপ ২০২৩ ভেন্যু এবং সময়সূচী
গ্রুপ পর্ব
৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল, মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ভারত, পাল্লেকেলে
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল, পাল্লেকেলে
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর
সুপার ৪
৬ সেপ্টেম্বর: A1 বনাম B2, লাহোর
৯ সেপ্টেম্বর: B1 বনাম B2, কলম্বো
১০ সেপ্টেম্বর: A1 বনাম A2, কলম্বো
১২ সেপ্টেম্বর: A2 বনাম B1, কলম্বো
৪ সেপ্টেম্বর: A1 বনাম B1, কলম্বো
১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2, কলম্বো
১৭ সেপ্টেম্বর: TBC বনাম TBC, কলম্বো
এশিয়া কাপ ২০২৩: আয়োজক দেশ
২০২৩ এশিয়া কাপ সম্পূর্ণ পাকিস্থানে হওয়ার কথা থাকলেও ভারতের সাথে পাকিস্থানের রাজনৈতিক সমস্যার কারণে ভারতীয় দল পাকিস্থানে এশিয়া কাপ খেলতে যাওয়ার অনুমতি পায়নি।
এতে শ্রীলঙ্কা এবং পাকিস্থান যৌথ হোস্ট হিসেবে আয়োজন করছে এশিয়া কাপ।
যেখানে এশিয়া কাপের শুরুর ৪ ম্যাচ হবে পাকিস্থানে এবং শেষ ৯ ম্যাচ খেলা হবে শ্রীলংকায়।
ভারতীয় দল পাকিস্থানে গিয়ে কোনো ম্যাচ খেলবে না। শ্রীলঙ্কা এবং পাকিস্থান এশিয়া কাপের আয়োজক দেশ।
এশিয়া কাপ ২০২৩ প্রস্তুতি
আর মাত্র ৩ দিন পর শুরু হবে এশিয়া কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট। আর তাই আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে অনেক আগে থেকেই চলছে প্রস্তুতি।
এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দলগুলো ইতিমধ্যেই তাদের স্কোয়াড গুছানোর কার্যক্রম সম্পন্ন করেছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল কতৃক টুর্নামেন্টের সকল বিষয় দেখা হচ্ছে।
ইতিমধ্যেই অনেক ম্যাচের টিকেট বিক্রির কাজ শেষ। সবদিক থেকেই এশিয়া কাপের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এখন কেবল এশিয়া কাপ ২০২৩ এর উদ্বোধনী মুহূর্তের অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের।
আশা করা যায় ২০২৩ সালে এক নতুন এশিয়া কাপের উদ্বোধনী মুহূর্ত এর সাক্ষী হবে বিশ্ব।
সম্প্রচার এবং দর্শক
এশিয়া কাপ ক্রিকেটার ম্যাচগুলো দর্শকরা বাড়িতে বসেই সরাসরি উপভোগ করার সুযোগ পাবে।
ইতিমধ্যেই বিভিন্ন টিভি চ্যানেল এর সাথে এশিয়া কাপ ম্যাচ সম্প্রচারের জন্য চুক্তি করা হয়েছে। এর মধ্যে আছে স্টার স্পোর্টস, টিএনটি স্পোর্টস, ডিসনি ইত্যাদি। এসব টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।