এশিয়া কাপ ২০২৩ – টুর্নামেন্টের ১৬তম আসরের খেলা শুরু হবে আগস্টের ৩০ তারিখ থেকে। এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে কিছুটা ভিন্ন এবং রোমাঞ্চকর। এবারের এশিয়া কাপ ভিন্ন হওয়ার পেছনে একটি কারণ হচ্ছে দুটি ভিন্ন দেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
যদিও বিগত বছরগুলোতে একটি স্বাগতিক দেশে এশিয়া কাপের প্রত্যেক ম্যাচ অনুষ্ঠিত হতো। কিন্তু এবার বিভিন্ন তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ায় পাকিস্থান এবং শ্রীলংকায় এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপের সময়সূচি ঘোষণা করা হয়েছে ১৯ই জুলাই। আজকের পর্বে এশিয়া কাপ ২০২৩ এর ১৬তম আসরের ভ্যান্যু, সূচি, দল, শিডিউল বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলুন তাহলে সামনে এগোনো যাক।
এশিয়া কাপ ২০২৩ – ক্রিকেটের ফরমেট
২০২৩ সালের ৩০ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের এবারের আসরটি হবে ওডিআই ফরমেটে। ২২ গজের মঞ্চে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফরমেটে ৫০ ওভারের খেলায় দলগুলো একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টে নতুন কোনো নিয়ম বা শর্ত আরোপ করা হয়নি। আর তাই দুটি হোস্ট দলে শিডিউল অনুযায়ী ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট পাকিস্থানে পাকিস্থান এবং নেপালের খেলার মধ্য দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ই সেপ্টেম্বর শ্রীলংকায়। দর্শক ৫০ ওভারের এই ওডিআই ফরমেটের ক্রিকেটকে এবার ভিন্নভাবে উপভোগ করার সুযোগ পাবে।
এশিয়া কাপ ২০২৩ – টুর্নামেন্ট শিডিউল
ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে কয়েক মাস ধরে টানাপোড়েনের পর অবশেষে বুধবার এশিয়া কাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে। পাকিস্তান এই টুর্নামেন্টের হোস্ট দেশ হওয়ার অধিকার ধরে রাখলেও এই টুর্নামেন্টে ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি তারা মঞ্চস্থ করবে। নিচে ২০২৩ এশিয়া কাপ টুর্নামেন্টের সূচি দেওয়া হলো।
খেলার ধরণ: গ্রুপ স্টেজ
৩০ আগস্ট পাকিস্তান বনাম নেপাল মুলতান ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্থান |
৩১শে আগস্ট বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
২রা সেপ্টেম্বর পাকিস্তান বনাম ভারত পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
৩রা সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান গাদ্দাফি স্টেডিয়াম, পাকিস্থান |
৪ সেপ্টেম্বর ভারত বনাম নেপাল পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
৫ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা গাদ্দাফি স্টেডিয়াম, পাকিস্থান |
খেলার ধরণ: সুপার ৪
৬ সেপ্টেম্বর এ১ বনাম বি২ গাদ্দাফি স্টেডিয়াম, পাকিস্থান |
৯ সেপ্টেম্বর বি১ বনাম বি২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
১০ সেপ্টেম্বর এ১ বনাম এ২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
১২ সেপ্টেম্বর এ২ বনাম বি১ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
১৪ সেপ্টেম্বর এ১ বনাম বি১ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
১৫ সেপ্টেম্বর এ২ বনাম বি২ আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
১৭ সেপ্টেম্বর ফাইনাল আর. প্রেমাদাসা স্টেডিয়াম, শ্রীলঙ্কা |
৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার ৬ দেশের মধ্যে। উপরোক্ত শিডিউলে দেশের নামের সাথে স্টাডিয়ামের নাম উল্লেখ করা হলো। ক্রিকেট ভক্তরা সরাসরি স্টুডিয়াম থেকে এশিয়া কাপের লাইভ খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
এশিয়া কাপ ২০২৩ – ভ্যান্যু
এশিয়া কাপ টুর্নামেন্টের এবারের মৌসুম পাকিস্থান এবং শ্রীলংকায় দ্বৈতভাবে আয়োজন করা হবে। দুটি হোস্ট দেশে এই টুর্নামেন্টের সর্বমোট ১৩ টি ম্যাচ খেলা হবে। ১৩ টি ম্যাচের ৪ টি ম্যাচ খেলা হবে স্বাগতিক পাকিস্থানে এবং ফাইনালসহ বাকি ৯ ম্যাচ খেলা হবে স্বাগতিক শ্রীলংকায়। পাকিস্থানে লোহর এবং মুলতানে এই ৪ ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আরেক হোস্ট দেশ শ্রীলংকায় ক্যান্ডি এবং কলম্বোতে বাকি ৯ ম্যাচের আয়োজন করা হবে।
পাকিস্থানে হতে যাওয়া ৪ ম্যাচ অনুষ্ঠিত হবে মুলতান ক্রিকেট স্টেডিয়াম এবং গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে শ্রীলংকাতে আয়োজন করতে যাওয়া ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আর. প্রেমাদাসা স্টেডিয়ামে।
এশিয়া কাপ ২০২৩ এ অংশ নেওয়া দল
ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সর্বমোট ছয়টি দেশ। এই ছয়টি দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্থান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্থান, বাংলাদেশ। এশিয়ার ছয়টি দেশের মধ্যে নেপাল বাদে বাকি ৫ দল আইসিসির পুরনো সদস্য পদ প্রাপ্ত।
এবারের টুর্নামেন্টের এই ছয়টি দলকে দুইটি গ্রুপে ভাগ করে এরপর গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। দুটি গ্রুপের মধ্যে রয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি। আমরা যদি গ্রুপ এ – তে থাকা দলগুলোর ব্যাপারে বলি তবে এখানে আছে ভারত, পাকিস্থান এবং নেপাল। অন্যদিকে গ্রুপ বি তে থাকা তিনটি দলগুলো হচ্ছে, আফগানিস্থান , শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
দুটি গ্রুপে ভিন্নভাবে খেলাগুলো আয়োজন করা হবে। এক্ষেত্রে দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলার সুযোগ পাবে সুপার ৪ এ। অর্থাৎ গ্রুপ এ থেকে শীর্ষে থাকা ২ দল এবং গ্রুপ বি থেকে শীর্ষে থাকা ২ দল খেলবে সুপার ৪ এর ম্যাচগুলো। সুপার ৪ থেকে যেকোনো ২ দল ফাইনালে নিজেদের কোয়ালিফাই করবে। আর এভাবেই মোট ১৩ ম্যাচের মাধ্যমে শেষ হবে এবারের এশিয়া কাপের আসর।
এশিয়া কাপের তারিখ এবং সময়কাল
২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ চলবে এক মাসের কম সময় ধরে। আগস্টের শেষ দিকে শুরু হবে এই টুর্নামেন্ট। অর্থাৎ ৩০ আগস্ট শুরু হবে এই টুর্নামেন্ট যেটি শেষ হবে ১৭ সেপ্টেম্বর তারিখ।
এশিয়ার সবচেয়ে সফল দল
এশিয়া কাপে অংশ নেওয়া ছয়টি দলের মধ্যে সবচেয়ে সফল হিসেবে ভারতকে বিবেচনা করা হয় প্রথমে। এটির প্রধান কারণ হচ্ছে ভারতের ৭ বার চ্যাম্পিয়ন হওয়া। এশিয়ার মধ্যে প্রথম দল ভারত যারা ৭ বার ট্রফি নিজেদের করে নিয়েছে। অন্যদিকে দ্বিতীয় সফল দল হিসেবে শ্রীলঙ্কার নাম বলা যায়। তারা ৬ বার এশিয়া কাপের ট্রফি নিজেদের করে নিয়েছে। তৃতীয় দল হিসেবে পাকিস্থানের নাম বলা যেতে পারে যারা মোট ২ বার এশিয়া কাপের ট্রফি জিতেছে। এছাড়াও সবচেয়ে বেশিবার এশিয়া কাপ খেলার রেকর্ড রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার। বাংলাদেশের এখানে রয়েছে ১৪ এশিয়া কাপ খেলার রেকর্ড। তবে বাংলাদেশের এশিয়া কাপের ট্রফি জেতার খাতা এখনও শূন্য। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিশ্চই চাইবেন এবারের এশিয়া কাপে তাদের দেশের নাম উজ্জ্বল হোক।