আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবরের দিকে। এর আগেই শুরু হবে এশিয়া কাপের আসর। তবে বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যে হতে যাচ্ছে একটি ওডিআই সিরিজ এবং একটি টেস্ট সিরিজের আয়োজন। চলতি বছরের সেপ্টেম্বরের দিকে শুরু হওয়ার কথা রয়েছে ওডিআই সিরিজের। অন্যদিকে বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড দল।
আগস্টের শেষে শুরু হওয়া এশিয়া কাপের পর নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ওডিআই সিরিজের জন্য। তিন ম্যাচের এই সিরিজ শেষেই রয়েছে বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপের ঠিক পরপর নভেম্বরের শেষের দিকে হবে দুই দলের টেস্ট সিরিজ।
যদিও এরপর অবশ্য বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের কথা রয়েছে। যেখানে থাকবে ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ।
আজকের দলে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরে দল, সদস্য, স্কোয়াড, স্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ভ্যান্যু ও সূচি
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার প্রথম ওডিআই ম্যাচটি হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরের ২১ তারিখে। বাংলাদেশের মাঠে হওয়া সিরিজটি শেষ হবে সেপ্টেম্বরের ২৬ তারিখ। নিচে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার ওডিআই ম্যাচের সময়সূচি দেওয়া হলো।
২১সেপ্টেম্বর, বৃহস্পতিবার
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড – ১ম ওডিআই
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিট।
২৩ সেপ্টেম্বর, শনিবার
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড – ২য় ওডিআই
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিট।
২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড – ৩য় ওডিআই
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
বাংলাদেশ সময় সকাল ১১.৩০ মিনিট।
আসন্ন ওডিআই সিরিজে অবশ্যই দুটি দলের কিছু খেলোয়াড়কে তাদের পারফরম্যান্স নিয়ে সতর্ক থাকতে হবে। নিচে খেলোয়াড়দের নাম ম্যানসন করা হলো।
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সতর্ক থাকা গুরুত্বপূর্ণ খেলোয়াড়
১. নাজমুল হোসেন শান্ত
বর্তমানে বাংলাদেশ দলের একজন অন্যতম ব্যাটসম্যান শান্ত। দলের প্রয়োজনে দুই নং অবস্থানে তিনি ব্যাট করেন। এবারের ওডিআই সিরিজ এবং বিশ্বকাপে অবশ্যই তাকে সতর্ক থাকতে হবে তার পারফরমেন্স নিয়ে।
শান্তকে তার দুর্দান্ত ফর্মে থেকে দলের জন্য লড়াই করতে হবে।
২. তামিম ইকবাল
বাংলাদেশ দলের ওপেনিং জুটির জন্য তামিম ইকবাল খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তামিমের একটি বড় ইনিংস পারে বাংলাদেশকে যেকোনো ম্যাচ হাতের মুঠোয় এনে দিতে।
একইসাথে তামিমকে অবশ্যই তার অধিনায়কত্বের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। বাংলাদেশ দলের এক শক্তিশালী ভিত্তি তামিম।
৩. সাকিব আল হাসান
সাকিব আল হাসান বাংলাদেশ দলের মূল আশার প্রতীক। প্রতি ম্যাচেই ব্যাট অথবা বল উভয় পর্যায়ে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
তবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিজের সেরাটা আরো একবার প্রমাণ করতে হবে।
সাকিবের বোলিং জাদু এবং শান্ত মাথায় খেলা দুর্দান্ত ব্যাটিং ইনিংস বাংলাদেশের ম্যাচ জেতার জন্য মূল ভরসা।
৪. মুস্তাফিজুর রহমান
বাংলাদেশ পেস বোলিং দলের একজন সিনিয়র বলার মুস্তাফিজ। তার ঝুলিতে নেই উইকেটের কমতি। তবে তার আশানুরূপ ফর্মে না থাকা দলের জন্য একটি বাড়তি চাপ সৃষ্টি করেছে।
আর তাই মুস্তাফিজকে অবশ্যই তার মূল ফর্মে ফিরে এসে দলকে এগিয়ে রাখতে হবে।
৫. মুশফিকুর রহিম
বাংলাদেশের “মিস্টার ডিপেন্ডেবল” বলা হয় মুশফিককে। দলের সবচেয়ে টেলেন্টড ব্যাটসম্যান তিনি। আর তাই বিশ্বকাপ এবং ওডিআই সিরিজের মঞ্চে তাকে তার নামের মর্যাদা রাখতে হবে।
একইসাথে স্ট্যাম্পের পিছনে নিজের সেরাটা দিতে হবে। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন তিনি।
এই পর্যায়ে নিউজিল্যান্ড দলের কয়েকটি খেলোয়াড় সম্পর্কে জানা যাক তাদের এইবার তাদের পারফরম্যান্স নিয়ে সতর্ক থাকতে হবে।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্য সতর্ক থাকা গুরুত্বপূর্ণ খেলোয়াড়
১. টম লাথাম
নিউজিল্যান্ড দলের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন টম লাথাম। সম্প্রতি পাকিস্থান এবং ভারত সিরিজে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। ওডিআই ক্রিকেটে তার সর্বোচ্চ রান ১৪৫ অপরাজিত।
নিউজিল্যান্ড দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তিনি।
আর তাই তাকে অবশ্যই তার পারফরমেন্সের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিউজিল্যান্ড দল অবশ্য টম লাথাম এর বড় ইনিংসের অপেক্ষায় থাকে।
২. ডেভন কনওয়ে
ঘরের মাঠে পাকিস্তানের সাথে খেলা ওডিআই সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ডেভন কনওয়ে।
পাকিস্থানের সাথে খেলা দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি দুর্দান্ত সেঞ্চুরির সাথে খেলেন ১৫৩ রানের বড় ইনিংস।
প্রতিপক্ষ বোলারদের জন্য যেকোনো সময় একটি বড় হুমকি হয়ে উঠতে পারেন তিনি।
এছাড়াও অধিনায়ক টম এর একটি বড় ভরসার প্রতীক ডেভন কনওয়ে। তাই এবারের ওডিআই সিরিজে তার দিকে বিশেষ নজর থাকবে।
৩. টম ব্লুন্ডেল
টম ব্লুন্ডেল নিউজিল্যান্ড দলের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওডিআই ক্যারিয়ারে তার যাত্রা বেশিদূর এগোয়নি।
ছয় ম্যাচ খেলে তার রান সংখ্যা ১৩৮। তবে বর্তমান ওডিআই স্কোয়াডে তাকে নিয়ে বিশেষ আশায় থাকবে ক্রিকেট ভক্তরা।
স্ট্যাম্পের পিছনে উইকেট রক্ষার পাশাপাশি ব্যাটিং পর্যায়েও ভালো কিছু করতে হবে তাকে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বর্তমান স্কোয়াড সদস্যরা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর স্কোয়াড বর্তমানে থাকা স্কোয়াডে মতই হবে। কেননা বিশ্বকাপকে কেন্দ্র করেই এই সিরিজের আয়োজন করা হয়েছে।
আর তাই ওডিআই বিশ্বকাপের পূর্বে অবশ্যই বিশ্বকাপের পূর্ণ সদস্যের দল নিয়েই দুটি দল মাঠে নামার চেষ্টা করবে।
বাংলাদেশ দল এবং নিউজিল্যান্ড দলের বর্তমান ওডিআই স্কোয়াড নিচে উল্লেখ করা হলো।
বাংলাদেশ দলের বর্তমান ওডিআই স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফরিন হোসেন, আফজাল হোসেন, নাইম শেখ।
নিউজিল্যান্ড দলের বর্তমান ওডিআই স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লুন্ডেল, চ্যাড বোয়েস, ম্যাট হেনরি, বেঞ্জামিন লিস্টার, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে।
সম্প্রতি বিভিন্ন সিরিজে অংশ নেওয়া দুটি দলের বর্তমান স্কোয়াড এগুলো।
আশা করা যায় আসন্ন বিশ্বকাপ এবং বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে এই স্কোয়াড দেখা যাবে।